জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

শিক্ষার্থীদের মানববন্ধন
শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক তৃতীয় বর্ষের ফরম পূরণ, খাতা পুনর্মূল্যায়ন ও মানোন্নয়ন ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে এবং শিক্ষার্থী-বান্ধব ফি নির্ধারণের দাবিতে কারমাইকেল কলেজে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২ নভেম্বর) সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বিভাগের ২ শতাধিক শিক্ষার্থী। তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে পূর্বের নির্ধারিত ফি পুনর্বহালের দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় বারবার অযৌক্তিকভাবে ফরম পূরণ ও মানোন্নয়ন পরীক্ষার ফি বৃদ্ধি করছে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য ভারসাম্যহীন বোঝা তৈরি করছে।‘

শিক্ষার্থীরা আরও বলেন, ‘শিক্ষা হচ্ছে সবার মৌলিক অধিকার। অথচ বারবার ফি বাড়িয়ে শিক্ষার সুযোগ সীমিত করা হচ্ছে। আমরা দ্রুত এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।‘

পরে মানববন্ধন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ফি বৃদ্ধি প্রত্যাহার ও শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়নের দাবিতে কলেজের অধ্যক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।