সবচেয়ে ধনী নায়কের জন্মদিন আজ
- ২৬ নভেম্বর ২০২৫, ১২:২৪
বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহণ করেন এই বিশ্বখ্যাত অভিনেতা। আজ (রবিবার, ২ নভেম্বর) ৬০ বছরে পা দিলেন কোটি ভক্তের হৃদয়ের রাজা শাহরুখ খান।
বিশ্বজুড়ে কোটি ভক্তদের কাছে তিনি পরিচিত ‘বলিউডের বাদশা’ নামে। তিন দশকেরও বেশি সময় ধরে সিনেমা জগতে রাজত্ব করে আসছেন শাহরুখ। রোমান্টিক হিরো থেকে শুরু করে অ্যাকশন, কমেডি, থ্রিলার—প্রতিটি ঘরানায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কাল হো না হো, চেন্নাই এক্সপ্রেস, পাঠান ও জওয়ান। প্রতিটি সিনেমাই তাকে দিয়েছে নতুন উচ্চতা, নতুন পরিচিতি।
শুধু অভিনেতা হিসেবেই নয়, শাহরুখ খান বিশ্বের অন্যতম ধনী অভিনেতা হিসেবেও পরিচিত। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ৬০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যা তাকে বিশ্বের শীর্ষ ধনী তারকাদের কাতারে স্থান দিয়েছে।
অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন শাহরুখ খান। ভারত সরকার তাকে দিয়েছে ‘পদ্মশ্রী’ খেতাব। পাশাপাশি তিনি প্রযোজক, ব্যবসায়ী ও ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিক হিসেবেও সফল।
শাহরুখের সাফল্য সংখ্যায় নয়, গল্পে। এক মধ্যবিত্ত পরিবারের ছেলের গল্প, যিনি ভালোবাসা, অধ্যবসায়, আবেগ আর বিনয়ের জোরে জিতে নিয়েছেন সমগ্র বিশ্বকে। সারা দুনিয়ায় অনেক ঠিকানা থাকলেও মুম্বাই তাঁর প্রিয় ঠিকানা। আরব সাগরের তীরে তাঁর ঠিকানা ‘মান্নাত’ এখন মুম্বাইয়ের অন্যতম দ্রষ্টব্যস্থান হয়ে উঠেছে। তাঁকে ক্ষণিক দেখার অপেক্ষায় আজ হাজার হাজার মানুষ ভিড় করে থাকবেন মান্নাতের সামনে।
শুভ জন্মদিন, শাহরুখ খান।