ইউরিয়া সার কারখানায় উৎপাদন বন্ধ, তদন্ত কমিটি গঠন
- ০২ নভেম্বর ২০২৫, ০৬:২১
পলাশ ইউরিয়া সার কারখানায় গত তিন দিন ধরে সার উৎপাদন বন্ধ রয়েছে। গত ৩০ অক্টোবর রাত ২টার দিকে হঠাৎ ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে প্রতিদিন প্রায় ২ হাজার ৮০০ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে।
শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ফজলুর রহমান ও শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান কারখানাটি পরিদর্শন করেন।
কারখানার জেনারেল ম্যানেজার (কারিগরি) সরফরাজ খান জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে উৎপাদন বন্ধ রয়েছে। কী কারণে কারখানায় ত্রুটি দেখা দিয়েছে, তা খতিয়ে দেখতে তাঁকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জিএম (বাণিজ্য) আতিকুর রহমান খান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণেই উৎপাদন বন্ধ হয়েছে। তবে বর্তমানে কারখানার গুদামে প্রায় ২৪ হাজার টন ইউরিয়া সার মজুত আছে। তিনি জানান, গত অর্থবছরে ৮ লাখ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও উৎপাদন হয়েছে ৮ লাখ ১৬ হাজার টন। কারখানার বার্ষিক উৎপাদনক্ষমতা ১০ লাখ টন।
কারখানার জিএম (প্রশাসন) ফখরুল আলম বলেন, বৃহস্পতিবার হঠাৎ করে উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে খুব শিগগিরই সমস্যা সমাধান করে উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি। তাঁর দাবি, গুদামে প্রচুর পরিমাণ সার মজুত থাকায় আপাতত সার সংকটের আশঙ্কা নেই।
প্রায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ঘোড়াশাল–পলাশ ইউরিয়া সার কারখানাটি ২০২৩ সালের ১২ নভেম্বর উদ্বোধন করা হয়। এটি দেশের সর্বাধুনিক ও বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী কারখানা হিসেবে পরিচিত।