ডুয়েটে ক্যারিয়ার এক্সিলারেশন ও ইয়ুথ লিডারশিপ সেমিনার
- ০১ নভেম্বর ২০২৫, ২২:২২
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ক্যারিয়ার এক্সিলারেশন ও ইয়ুথ লিডারশিপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ মিলনায়তনে “Intra University Career Acceleration & Youth Leadership Seminar 2025” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে ডুয়েট ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাব (DUET CRC)। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তব্য দেন ডুয়েটের অ্যালামনাই ইঞ্জিনিয়ার মো. হাসান মাহমুদ, মো. পলাশ সকাল। তারা শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক ও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। পাশাপাশি আত্মউন্নয়ন, নেতৃত্বগুণ ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন ডুয়েট ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. উৎপল কুমার দাসসহ বিশেষ অতিথিরা।
প্রফেসর ড. উৎপল কুমার দাস বলেন, ‘ডুয়েট প্রশাসন শিক্ষার্থীদের একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি বিভিন্ন ক্লাবের মাধ্যমে সফট স্কিলস ডেভেলপেও কাজ করছে। এ বিষয়ে আমরা শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি।