স্বর্ণের বাজারে আবারও ঊর্ধ্বগতি, ভরি কত?
- ০১ নভেম্বর ২০২৫, ২১:৪৮
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ৫ হাজার ৭৭৫ টাকা বেড়ে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১ হাজার ৭৭৫ টাকায়। আগামীকাল রবিবার (২ নভেম্বর) এই দাম কার্যকর হবে। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
আজ শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দরে ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৯৪৭ টাকা।
এর আগে গত ৩০ অক্টোবর কার্যকর হওয়া মূল্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৯৬ হাজার টাকা। ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা। সনাতন পদ্ধতিতে প্রস্তুত স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।
অন্যদিকে রূপার দাম অপরিবর্তিত থাকছে। ৩০ অক্টোবর নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট রূপার প্রতি ভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট রূপার দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট রূপার দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার প্রতি ভরির দাম ২ হাজার ৬০২ টাকা।