নেত্রকোনায় শিক্ষার্থীদের মারধরের ঘটনায় শিক্ষককে অব্যাহতি

বিরামপুর উচ্চ বিদ্যালয়
বিরামপুর উচ্চ বিদ্যালয় © টিডিসি

নেত্রকোনার মোহনগঞ্জে ক্লাস চলাকালে কয়েকজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় এক খণ্ডকালীন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিরামপুর উচ্চ বিদ্যালয়ে ঘটে যাওয়া এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভায় শিক্ষক স্মরণ তালুকদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিদ্যালয়ের তৃতীয় তলার ৩০১ নম্বর কক্ষে নবম শ্রেণির ক্লাস চলাকালে খণ্ডকালীন শিক্ষক স্মরণ তালুকদার কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন। এতে কয়েকজন ছাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ইমা নামের এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রধান শিক্ষক আবুল কাসেম বলেন, ‘ঘটনার সময় আমি উপজেলায় ছিলাম। খবর পেয়ে দ্রুত বিদ্যালয়ে এসে আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাই। পরে অভিভাবকদের আশ্বস্ত করি, অভিযুক্ত শিক্ষক স্মরণ তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষককে খণ্ডকালীন চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে আহত শিক্ষার্থীরা সুস্থ রয়েছে।

এ বিষয়ে মোহনগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদের বলেন, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তদন্ত কার্যক্রম শুরু হয়নি বলে জানা গেছে।