মহাকাশ স্টেশনে প্রথমবারের মত নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান

চীনের সহায়তায় নভোচারী পাঠাবে চীন
চীনের সহায়তায় নভোচারী পাঠাবে চীন © সংগৃহীত

প্রথমবারের মত মহাকাশ স্টেশনে নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান।  চীনের মহাকাশ স্টেশনে পেলোড বিশেষজ্ঞ হিসেবে যাচ্ছেন একজন পাকিস্তানি নভোচারী।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের মহাকাশ সংস্থা ‘চায়না মানড স্পেস এজেন্সি’ ঘোষণা করেছে, চীনের নভোচারীদের সঙ্গে প্রশিক্ষণ নেবেন দুইজন পাকিস্তানি নভোচারী। তাদের মধ্যে একজনকে সংক্ষিপ্ত সময়ের মহাকাশ অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে অংশগ্রহণের জন্য নির্বাচিত করবে তারা।

চীনা মহাকাশ সংস্থাটির মুখপাত্র ঝাং জিংবো বলেছেন, এ বছরের ফেব্রুয়ারিতে চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এক সহযোগিতা চুক্তির পর মহাকাশ যাত্রার জন্য পাকিস্তানি নভোচারীদের বাছাই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে দেশটি।

চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া বলেছে, চীনা নভোচারীদের মতোই পাকিস্তানি নভোচারীদের বাছাই প্রক্রিয়া তিনটি পর্যায়ে হবে। প্রাথমিক বাছাই, দ্বিতীয় দফা বাছাই ও চূড়ান্ত বাছাই। বর্তমানে পাকিস্তানে প্রাথমিক নির্বাচন চলছে। আর দ্বিতীয় ও চূড়ান্ত বাছাই প্রক্রিয়া চীনে অনুষ্ঠিত হবে।

ঝাং বলেছেন, দ্বিতীয় দফার বাছাই প্রস্তুতি এরইমধ্যে শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে প্রশিক্ষণ প্রোগ্রাম তৈরি, শিক্ষাদান উপকরণ ও সরঞ্জাম প্রস্তুত এবং প্রশিক্ষণের সময় লজিস্টিক সহায়তা নিশ্চিতের মতো বিষয়।

চূড়ান্ত বাছাইয়ের পর পরিকল্পনা অনুযায়ী দুই পাকিস্তানি নভোচারী চীনের নভোচারীদের সঙ্গে প্রশিক্ষণ নেবেন। এর মধ্যে একজনকে সংক্ষিপ্ত সময়ের জন্য মহাকাশ অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে নির্বাচিত করবে চীন। পাকিস্তানের জন্য বিজ্ঞানভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা ও উৎক্ষেপণের সময় সাধারণ ক্রু দায়িত্ব পালন করবেন তিনি।

ঝাং বলেছেন, প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিতভাবে শান্তিপূর্ণ ব্যবহার, সমতা, পারস্পরিক সুবিধা ও যৌথ উন্নয়নের বিভিন্ন নীতি মেনে চলেছে চীনের এই মহাকাশ কর্মসূচি।
তিনি বলেছেন, চীন সক্রিয়ভাবে বিদেশি নভোচারীদের তাদের মহাকাশ স্টেশন মিশনে অংশগ্রহণের জন্য নিয়োগ দেয়। এ মহাকাশ কর্মসূচিতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময়কে উৎসাহিতও করে সংস্থাটি। মহাকাশ প্রযুক্তির উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মানবজাতির কল্যাণে কাজ করে যাচ্ছে তারা।

ঝাং বলেছেন, 'অন্যান্য দেশের নভোচারীদেরও আমাদের বিভিন্ন মহাকাশ অভিযানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা।'

সংবাদসূত্র: রয়টার্স