আজ সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ
বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ © সংগৃহীত

রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকার বিভিন্ন অঞ্চলে আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ৩৩ ও ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই কাজের কারণে এই সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি কোম্পানি (নেসকো)।

বুধবার (৩০ অক্টোবর) নেসকোর রাজশাহী বিবিবি-কাশিয়াডাঙ্গা নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিদ্যুৎবিহীন থাকবে যেসব এলাকা—১১ কেভি মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের আওতাধীন সব এলাকা, এসিআই গোদরেজ, মিয়াপুর, সুতাহাটি, ঠাকুরমারা এবং লিলিহলমোড়সহ পার্শ্ববর্তী অঞ্চল। এছাড়া কসবা, আন্ধারকোঠা, হলদিবোনা, গোহমাবোনা, বিয়ানাবোনা, রাজাবাড়ি হাট, বিজয়নগরসহ বিভিন্ন এলাকায়ও বিদ্যুৎ থাকবে না।

নেসকো জানায়, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এছাড়াও একই কারণে জয়পুরহাট জেলা শহরের বেশ কয়েকটি এলাকায় শনিবার প্রায় সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকোর জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেবপাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাঁচুরমোড়, কাশিয়াবাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, পাঁচুর মোড় থেকে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোডসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাগরিকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। নির্ধারিত কাজ শেষে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, জরুরি উন্নয়ন কাজের জন্য আজ শনিবার সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণের কাজের জন্য এই উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

এদিন সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর লালদিঘীরপাড়, পুলিশ লাইন, ভাতালিয়া, পশ্চিম শেখঘাট, নবীন আ/এ, ভাঙ্গাটিকর, কুয়ারপাড়, ইঙ্গুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিকেল রোড, কাজল শাহ, মুন্সিপাড়া, পুলিশ লাইন, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহীদ, রিকাবীবাজার, উদ্যম আ/এ, নয়াপাড়া, ভাতালিয়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আ/এ, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরি বস্তি, সাগরদিঘীরপাড়, সুরমা আ/এ, প্রেস ক্লাব, মীরের ময়দান, কেওয়াপাড়া, ডিজিএফআই অফিস, এসএমপি ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি এমসি কলেজ ফিডারের শাহমীর মসজিদ ও আব্দুল মতিন ট্রেডার্স সংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

কাজ শেষ হওয়ার পর তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর প্রকৌশলী গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছেন।