বাগছাসের আহ্বায়ককে ছাত্রশক্তির সম্পাদক, সদস্যসচিবকে সভাপতি ঘোষণা

জাহিদ আহসান ও আবু বাকের মজুমদার
জাহিদ আহসান ও আবু বাকের মজুমদার © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির ৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে বাগছাসের আহ্বায়ক পদে থাকা আবু বাকের মজুমদারের ‘পদাবনতি’ ঘটেছে। ছাত্রশক্তিতে তিনি হয়েছেন সাধারণ সম্পাদক। অপরদিকে বাগছাসের সদস্যসচিব জাহিদ আহসনের ‘পদোন্নতি’ ঘটেছে। তিনি হয়েছেন ছাত্রশক্তির সভাপতি।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়েছে। তবে কখন এবং কাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠিত হয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এতে বলা হয়েছে, বালাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি গঠিত হলো। আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

ঘোষিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে দু’জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- আবু তৌহিদ মো. সিয়াম (উত্তরাঞ্চল) ও মহির আলম (দক্ষিণাঞ্চল)।