নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ ২

নদীর পাড়ে স্থানীয় লোকজনের ভিড়
নদীর পাড়ে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে স্থানীয় পাঁচ শিশু নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে একজন ছেলে ও দুই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। 

মারা যাওয়া তিন শিশু হলো পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হাসান ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন। মরিয়ম ও আবু হাসানের পিতা দুদু মিয়া সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে। তাদের বাড়ি মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ান গ্রামে।

এদিকে এখনো নিখোঁজ দুই শিশুর সন্ধানে ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা আব্দুর রহিম জানান, ঝিনাই নদীর ওই অংশে স্রোত অত্যন্ত প্রবল থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা নদীপাড়ে নিরাপত্তা ব্যারিকেড স্থাপন ও সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার দাবি জানিয়েছেন।