স্নাতকে সিজিপিএ-৩.৮৩ পেয়ে বিভাগে প্রথম ঢাবি ছাত্রদল নেতা সাব্বির

ছাত্রদলের লোগো  ও মো. সাব্বির হাসান
ছাত্রদলের লোগো ও মো. সাব্বির হাসান © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মাস্টারদা সূর্যসেন হলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হাসান। তিনি স্নাতকে (অনার্স) সিজিপিএ-৩.৮৩ পেয়ে বিভাগে প্রথম হয়েছেন।

জানা গেছে, মো. সাব্বির হাসান ঢাকা  বিশ্ববিদ্যালয়ের  বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের স্নাতক  ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি স্নাতক প্রথম সেমিস্টারে জিপিএ-৩.৮৩, চতুর্থ সেমিস্টারে জিপিএ- ৪.০০ এবং সপ্তম সেমিস্টারে ৩.৮৮ সহ স্নাতক ফলাফলে সিজিপিএ-৩.৮৩ পান এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে উত্তীর্ণ হয়েছেন।

এ ছাড়াও তিনি মাস্টারদা সূর্যসেন হল সংসদের ছাত্রদল মনোনিত প্যানেলের সংস্কৃতি সম্পাদক প্রার্থী হিসেবে জয় লাভ করেন সাব্বির।  

এ বিষয়ে মো. সাব্বির হাসান বলেন, ‘সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার কাছে অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া আলহামদুলিল্লাহ। জীবনে বহুদূর এগিয়ে যেতে চাই। দেশের জন্য কাজ করতে চাই। নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ লালন করে, সেই বাংলাদেশ গড়তে নিজের জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।’