২০২৪ সালের ডিগ্রি (পাস) প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন আগামী ২ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করবে ৮ নভেম্বর, আর সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী ২২ অক্টোবর তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং উত্তরপত্র সংশ্লিষ্ট শাখা বা আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়েছে, শুধু তারাই বিলম্ব ফি ৫,০০০ টাকাসহ ফরম পূরণের সুযোগ পাবে।

এ ছাড়া যেসব কলেজ কর্তৃপক্ষ পূর্বে ফরম পূরণের কাজ সম্পন্ন করতে পারেনি, তারাও এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে পারবে। তবে নির্ধারিত সময়ের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে জানানো হয়েছে।

ইতিপূর্বে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।