নারী হেনস্তাকারীর শাস্তির দাবিতে ঢাবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রীসংস্থার
- ৩০ অক্টোবর ২০২৫, ১৯:০৩
নারী হেনস্তাকারীর শাস্তি নিশ্চিত করতে ঢাবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুননাহার তামান্না।
আজ বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয়ে বাংলার পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য ও বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সবিকুন নাহার তামান্না বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে তার পোশাকের কারণে হেনস্থা করার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যায়নি। আমরা যদি আমাদের ক্যাম্পাসেই হিজাব বা নিকাব পড়ার কারণে হেনস্তার শিকার হই, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?
তিনি নিন্দা জানিয়ে বলেন, হিজাব–নিকাব পড়ার কারণে কেন কাউকে ‘পাকিস্তানি’ বলা হবে? এখনও অভিযুক্তকে সনাক্ত করা হয়নি, কোনো লিগ্যাল স্টেপ নেয়া হয়নি এবং ভিক্টিমের সাথেও যোগাযোগ করা হয়নি। যে স্থানে এই ঘটনা ঘটেছে সেখানে কোনো সিসি ক্যামেরাও নেই — প্রশাসনের এই খেয়ালি পনা আমাদের উদ্বেগের কারণ।
আমরা দেখেছি, ভিকটিম ব্লেইমিং করে একদল অপরাধীকে মুক্তি দিতে চাওয়া হচ্ছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় কিছু শিক্ষক ও শিক্ষার্থী প্রতিবাদ করলেও, গতকাল নিরাপত্তাহীনতার কারণে ঘটে যাওয়া নারী হেনস্তার ঘটনায় সবাই নীরব ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিতে চাই — আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে সামনে আনবে এবং তাকে শাস্তি দেবে।