নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ৩০ অক্টোবর ২০২৫, ১৬:১৮
ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারী (কুঠিবাড়ি) গ্রামে নবগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু হলো- ওই গ্রামের সোহেলের ছেলে আরিয়ান (৫) এবং তারার মেয়ে তাসনিম (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আরিয়ান ও তাসনিম বাড়ির পাশেই খেলতে বের হয়। কিছুক্ষণ পর তারা নবগঙ্গা নদীর ঘাটের দিকে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদীতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। নিহত দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।
স্থানীয় রহিম মন্ডল বলেন, নদীর পাড়ে কোনো সুরক্ষা বেড়া বা সতর্কীকরণ ব্যবস্থা নেই। শিশুরা প্রায়ই খেলতে এসে পানির ধারে নামে। এমন দুর্ঘটনা না ঘটলে কেউ গুরুত্ব দেয় না।
ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।