হাত-পা ও গলায় দড়ি বাঁধা অবস্থায় কৃষককের লাশ উদ্ধার

ইসহাক আলী
ইসহাক আলী © সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে ইসহাক আলী (৭০) নামে এক কৃষককে হত্যার পর তার লাশ মাঠে ফেলে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ঠাকুর খাল নামক স্থানের ধানক্ষেত থেকে তার হাত-পা ও গলায় দড়ি বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, নিহত ইসহাক আলী ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। স্থানীয় গ্রামবাসী রফিকুল ইসলাম জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে ইসহাক আলীর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। সকাল ১০টা পর্যন্ত লাশটি মাঠে পড়েছিল।

আরও পড়ুন :  বিশ্ববিদ্যালয়ের টাকা আত্মসাৎ: সাবেক এমপি নদভী দম্পতিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেশী আব্দুল হাকিম বলেন, ‘ইসহাক আলী খুবই নিরীহ প্রকৃতির মানুষ ছিলেন। প্রায় ১৫ বছর আগে তার স্ত্রী মারা গেলে তিনি আর বিয়ে করেননি।’ তিনি হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে পুলিশের একটি সূত্র জানায়, জমিজমা নিয়ে নিহতের দুই ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়াও মাঠের মধ্যে ফাঁকা বাড়িতে পুত্রবধূসহ বসবাস করতেন ইসহাক আলী। পরকীয়া বা অন্য কোনো ব্যক্তিগত কারণেও হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, দুর্বৃত্তরা পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসহাক আলীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডি ও থানা পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।