পে স্কেল

সর্বনিম্ন বেতন ৩০ হাজার করার প্রস্তাব এমপিওভুক্ত শিক্ষকদের, কোন গ্রেডে কত?

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেলে বেতন প্রস্তাব
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেলে বেতন প্রস্তাব © টিডিসি সম্পাদিত

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নতুন বেতন কাঠামোর প্রস্তাব নিয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় বসতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা আড়াইটায় সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে জোটের ১২ জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জোটের প্রস্তাব অনুযায়ী, বর্তমান গ্রেড কাঠামোতে পরিবর্তন এনে কয়েকটি গ্রেড পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। নতুন প্রস্তাবে ১ম থেকে ৭ম গ্রেড অপরিবর্তিত রাখা হলেও বাকি গ্রেডগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ৯ম জাতীয় পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ১ম গ্রেডে শিক্ষকদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। সঙ্গে বার্ষিক ২.৫ শতাংশ ইনক্রিমেন্ট, ৩ হাজার টাকা চিকিৎসা ভাতা, মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং ১ হাজার ৫০০ টাকা শিক্ষা ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে সর্বনিম্ন প্রস্তাবিত ১৪তম গ্রেডে মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বার্ষিক ১০ শতাংশ ইনক্রিমেন্ট, ৩ হাজার টাকা চিকিৎসা ভাতা, মূল বেতনের ৭০ শতাংশ বাড়ি ভাড়া এবং ১ হাজার ৫০০ টাকা শিক্ষা ভাতা প্রদানের প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবনায় উল্লেখ করা হয়, অন্যান্য গ্রেডেও বিভিন্ন হারে বেতন ও সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়াও বাকি গ্রেড গুলোতেও বিভিন্ন শতাংশে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। 

এছাড়াও প্রস্তাবিত অন্যান্য সুবিধাসমূহ-

১। এমপিওভুক্ত শিক্ষকদের প্রাথমিক বেতন প্রস্তাবিত ৩য় গ্রেডে দিতে হবে।

২। বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের ন্যায় মূল বেতনের ৮০–১০০% অনুপাতে দিতে হবে।

৩। উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।

৪। চিকিৎসা ভাতা মূল বেতনের সমপরিমাণ দিতে হবে।

৫। শিক্ষা আইন বাতিল করতে হবে।

৬। কমিটি প্রণয়ন বাতিল করতে হবে।

৭। অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরের ৩ মাসের মধ্যে দিতে হবে।

৮। শিক্ষক–কর্মচারীদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে হবে।

৯। মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা দিতে হবে।

১০। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।

কোন গ্রেডে কতটাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে তা দেখুন এখানে