এবার যবিপ্রবিতে ছাত্র সংসদ গঠনের উদ্যোগ, খসড়া গঠনতন্ত্র প্রকাশ
- ৩০ অক্টোবর ২০২৫, ১১:০৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে প্রথমবারের মত কেন্দ্রীয় ছাত্র সংসদ (যবিপ্রবি ছাত্র সংসদ) গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রণয়ন করেছে খসড়া গঠনতন্ত্র, যা শিক্ষার্থীদের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি সাংবাদিকদের কাছে তুলে দেন এ খসড়া গঠনতন্ত্র। যা পরে সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান বলেন, 'মূলত শিক্ষার্থীদের মতামত গ্রহণের উদ্দেশ্যে খসড়া গঠনতন্ত্রটি প্রকাশ করা হয়েছে। আমরা শিগগিরই শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করব। এছাড়াও আমরা ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে এবং প্রক্টর অফিসে একটি লগ বই দিয়ে রাখবো যেখানে শিক্ষার্থীরা তাদের লিখিত মতামত দিয়ে যেতে পারবে। তাদের পরামর্শ ও প্রস্তাবনা নিয়ে সংশোধনের মাধ্যমে একটি সুন্দর ও গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়ন করতে চাই।'
এ খসড়া গঠনতন্ত্রের ব্যাপারে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জালিস মাহমুদ বলেন, খসড়া নীতিমালা প্রকাশ করা হলেও এতে নানা অসঙ্গতি রয়েছে। যেমন হল সংসদ বা উপ-সংসদ নিয়ে বিস্তারিত কোনো আলাপ নেই। হল সংসদ ব্যতিত গঠনতন্ত্র একটি প্রহসনের অংশ। এখানে নির্বাচিত প্রতিনিধিদের রিজেন্ট বোর্ডের সদস্য হওয়া নিয়ে কিছু বলা নেই। সব চেয়ে বড় বিষয় হলো গঠনতন্ত্রে এককভাবে উপাচার্যকে অনেক বেশি শক্তিশালী বা এককেন্দ্রিক ক্ষমতা প্রদান করা হয়েছে। এছাড়াও আমার মনে হয় 'চ' তে উল্লেখিত পদটি আলাদা দুটো পদে বিভক্ত হওয়া দরকার যেমন ক্রীড়া সম্পাদক এবং সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক।
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনসহ নয় দফা দাবিতে গত ৭ সেপ্টেম্বর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল মজিদের কাছে স্মারকলিপি দেন। পরবর্তীতে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ১৪ সেপ্টেম্বর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের নিচে পুনরায় নয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে উপাচার্যের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে প্রক্টর ড. মো. ওমর ফারুককে আহ্বায়ক করে আট সদস্যবিশিষ্ট একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন করে।