প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ

সাত কলেজের লোগো
সাত কলেজের লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিষয়ক ইস্যুতে শিক্ষা সচিবসহ পাঁচজনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ মাসদার হোসেন। বর্তমানে তিনি আইন পেশায় যুক্ত আছেন।

আগামী সাত কর্ম দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজের ঐতিহ্য নষ্ট করা, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের উদ্যোগ নেওয়া এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার সুযোগ সীমিত করার পদক্ষেপ সংবিধানবিরোধী।  

আরও বলা হয়েছে, রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিদ্যমান খসড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হলে স্বতন্ত্র ও ঐতিহ্য হারাবে সাতটি কলেজ। তাছাড়া কলেজগুলোর শিক্ষার্থীদের প্রত্যাশাও ভিন্ন। আর প্রস্তাবিত খসড়া অনুযায়ী বিশ্ববিদ্যালয় হলে ঢাকায় উচ্চশিক্ষার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। এসব কারণে ঢাকা কলেজসহ অন্যান্য কলেজের স্বতন্ত্র ও ঐতিহ্য রক্ষার দাবি জানানো হচ্ছে বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের মধ্য থেকে।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর উচ্চশিক্ষার সুযোগ প্রসার ও গবেষণার আধুনিকতর পরিবেশ নিশ্চিত করতে সরকার ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।