অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 

অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের লোগো
অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ভর্তি পরীক্ষা-২০২৫ আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে বিস্তারিত পরবর্তীতে ওয়েবসাইটে হালনাগাত করা হবে বলে এতে বলা হয়েছে।

অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি লালমনিরহাটে অবস্থিত। এটি বাংলাদেশ অ্যাভিয়েশন সংক্রান্ত দেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ৪৬তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নির্মিত হয়।