এবার রিশাদের জোড়া উইকেট
- ২৯ অক্টোবর ২০২৫, ১৯:৩৪
রভম্যান পাওয়েলও বেশিক্ষণ টিকতে পারেননি। রিশাদ হোসেনের ঘূর্ণিতে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। পাওয়েল ফেরেন ৯ বলে ৩ রান করে। মাত্র দুই বল পরই ফের আঘাত হানেন রিশাদ, তাওহীদ হৃদয়ের হাতে ৪ বলে ৪ রান করা ক্যাচ দেন জেসন হোল্ডার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান ওয়েস্ট ইন্ডিজের। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। শুরুতে ব্রেন্ডন কিংকে (১) তুলে নেন তাসকিন আহমেদ।
আরও পড়ুন: নারী কর্মীদের ওপর বিএনপির হামলা মানবাধিকারের লঙ্ঘন: জামায়াত সেক্রেটারি
শামীম হোসেনের বল ড্রাইভ করে ডিপ এক্সট্রা কাভারে ঠেলে এক রান নিয়ে ৩০ বলে অর্ধশতক পূর্ণ করেন শাই হোপ। অবশ্য পরের ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। তার ঘূর্ণিতে তানজিদ তামিমের হাতে ক্যাচ দেন আথানেজ, ৩৩ বলে ৫২ রান করে বিদায় নেন।
পরের বলেই নাসুম বোল্ড করে শেরফানে রাদারফোর্ডকে ফেরান। এতে মাত্র দুই বলের ব্যবধানে দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরের ওভারে শাই হোপকে ফেরান মোস্তাফিজ।