শেষ দিনে পে কমিশনের সঙ্গে বসছে যেসব সংগঠন
- ২৯ অক্টোবর ২০২৫, ১৮:৩১
আগামীকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শেষবারের মত বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় পে কমিশন। এদিন বাংলাদেশ সচিবালয়ের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে চাকরিজীবীদের ১৮টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হবে। অতিরিক্ত সচিব ও জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে তিন গ্রুপে এই বৈঠক শুরু হবে। একটি গ্রুপে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ও স্থাপত্য অধিদপ্তরের সঙ্গে বৈঠক হবে। সাড়ে ১০টায় শুরু হওয়া এ বৈঠক আধা ঘণ্টা করে চলবে বেলা ১টা পর্যন্ত।
আরেকটি গ্রুপে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শুরু হবে সকাল সাড়ে ১০টায়। এরপর পানি ও বিদ্যুৎ প্রকৌশল সমিতি, ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ, উপজেলা পরিষদ সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ সেটেলমেন্ট ডিপ্লোমা প্রকৌশলী সার্ভেয়ার’স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ার’স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বেলা ১টায় এই বৈঠক শেষ হবে।
অপর গ্রুপে ইউজিসি অফিসার্স এসোসিয়েশন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারি সংযুক্ত পরিষদ, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, আন্তঃমন্ত্রণালয় কর্মচারী এসোসিয়েশন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সঙ্গে বৈঠক হবে। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ বৈঠক চলবে বেলা ৩টা পর্যন্ত।