ফেরার ম্যাচে ‘ডাক’ মেরে বিব্রতকর রেকর্ড বাবর আজমের
- ২৯ অক্টোবর ২০২৫, ১১:৪৩
ফেরার ম্যাচে 'ডাক' মেরে বিব্রতকর রেকর্ড বাবর আজমেররাওয়ালপিন্ডি স্টেডিয়ামে দেড় বছর পর আন্তর্জাতিক টি–টোয়েন্টি ফেরার দিনে স্তন ক্যান্সার সচেতনতা বাড়াতে প্রথমবারের মতো গোলাপি জার্সি পরে মাঠে নেমেছিল পাকিস্তান। একইসঙ্গে প্রায় এক বছর পর এ ম্যাচ দিয়েই টি–টোয়েন্টিতে ফেরেন বাবর আজম। প্রত্যাবর্তন রাঙাতে ভারতের রোহিত শর্মাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টির সর্বোচ্চ রানসংগ্রাহক হতে তার সামনে মাত্র ৯ রানের সমীকরণ ছিল। কিন্তু ফেরার ম্যাচে উল্টো ‘ডাক’ মেরে প্যাভিলিয়নে ফেরেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।
এ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অষ্টমবারের মতো ‘ডাক’ মারেন বাবর। এতে তিনি এ ফরম্যাটে পাকিস্তানের হয়ে তৃতীয় সর্বোচ্চবার শূন্য রানে আউট হওয়া ক্রিকেটার।
বাবরের সঙ্গে এখন যৌথভাবে আছেন কিংবদন্তি শহীদ আফ্রিদি। তবে তাদের দুজনেরও ওপরে উমর আকমল ১০ বার এবং সাইম আইয়ুব ৯ বার শূন্য রানে আউট হয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন।
অবশ্য, বাবরের মতোই ব্যর্থ দ্য গ্রিন ম্যান শিবিরও। দক্ষিণ আফ্রিকার কাছে ৫৫ রানে পরাজয়ের স্বাদ নেয় পাকিস্তান। এতে পিন্ডিতে আগে ব্যাট করে জেতা প্রথম দল এখন দক্ষিণ আফ্রিকা। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা। পরের ম্যাচ আগামী শুক্রবার (৩১ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
প্রথমে ব্যাটিংয়ে নেমে রেজা হেনড্রিকসের ঝলমলে ফিফটি ও আরও কয়েকজনের ক্যামিও ইনিংসে ভর করে ১৯৪ রানের শক্তিশালী পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। জবাবে মাত্র ১৩৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দল।
টি-টোয়েন্টিতে ১০ মাস পর ফেরার ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে আসেন বাবর, কিন্তু হতাশ করেন তারকা এ ব্যাটার, ২ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন। পাকিস্তানের ইনিংসে সবচেয়ে বড় অবদান সাইম আইয়ুবের; ২৮ বলের ইনিংসে ৪ ছক্কায় ৩৭ রান করেন এ ওপেনার। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান করেন ১৯ বলে ২৪। শেষদিকে মোহাম্মদ নেওয়াজ ২০ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংসে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান। অবশ্য বল হাতেও ছিলেন কার্যকর, ৪ ওভারে ২৬ রান খরচায় ৩ উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকার জয়ে ম্যাচসেরা জর্জ লিন্ডে; ব্যাট হাতে ২২ বলে ৩৬ রান করার পর বল হাতে ৩১ রানের বিনিময়ে ৩ নেন। তবে সবচেয়ে সফল বোলার করবিন বশ মাত্র ১৪ রান খরচায় ৪ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন, যা পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের সহজ জয়ে বড় ভূমিকা রাখে।