মাভাবিপ্রবিতে পিএইচডি-এমফিল করার সুযোগ, আবেদন করবেন যেভাবে

মাভাবিপ্রবির লোগো
মাভাবিপ্রবির লোগো © সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ৩টি অনুষদের অধীনে নিম্নলিখিত বিভাগে পিএইচডি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

আবেদন করা যাবে যেসব বিভাগ থেকে
ইঞ্জিনিয়ারিং অনুষদ: কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

লাইফ সায়েন্স অনুষদ: এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ, ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফার্মেসী বিভাগ ও বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ।

সায়েন্স অনুষদ: রসায়ন বিভাগ, গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ ও পরিসংখ্যান বিভাগ।

পিএইচডি প্রোগ্রামে আবেদনের ন্যূনতম যোগ্যতা
*এমফিল, ডিগ্রী অথবা থিসিসসহ এমএস/এমএসসি/এমএসসি (ইঞ্জিঃ)/এম.ফার্ম, ডিগ্রী; অথবা
*এমএস/এমএসসি/এম. ইঞ্জিঃ/এম.ফার্ম, ডিগ্রী (নন-থিসিস) এবং কোনো স্বীকৃত গবেষণা
প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়/সংশ্লিষ্ট বিষয়ে কোন প্রতিষ্ঠানে দুই (০২) বছরের সক্রিয় গবেষণার অভিজ্ঞতা। 
*এমএস/এমএসসি/এম.ইঞ্জিঃ/এম.ফার্ম, ডিগ্রী (নন-থিসিস) এবং কোন Scopus/ISI/Web of Science Idexed জার্নালে কমপক্ষে একটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।
*উপরে বর্ণিত সকল ধরনের প্রার্থীর এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ৫.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র সায়েন্স অনুষদের অধীন বিভাগসমূহে এম.ফিল প্রোগ্রামে ভর্তির জন্য ভর্তিচ্ছুক প্রার্থীদের নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

এমফিল প্রোগ্রামে আবেদনের ন্যূনতম যোগ্যতা
*থিসিসসহ এমএস/এমএসসি/এমএসসি (ইঞ্জিঃ) ডিগ্রী। 
*এমএস/এমএসসি/এম.ইঞ্জিঃ ডিগ্রী (নন-থিসিস) এবং কোনো স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে দুই (০২) বছরের সক্রিয় গবেষণার অভিজ্ঞতা। 
*এমএস/এমএসসি/এম.ইঞ্জিঃ ডিগ্রী (নন-থিসিস) এবং কোন স্বীকৃত মানের (Peer-reviewed) জার্নালে কমপক্ষে একটি প্রকাশনা থাকতে হবে। 
*উপরে বর্ণিত সকল ধরনের প্রার্থীর এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ৫.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর/সমমান পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী অথবা সিজিপিএ ৪.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

আরও পড়ুন: পিএইচডি করার আগে যে তথ্যগুলো জেনে নেওয়া জরুরি

প্রয়োজনীয় তথ্যাদি
*বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd অথবা সংশ্লিষ্ট বিভাগ থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ করা যাবে। 
*আবেদন ফরম এর সাথে সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান এর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, মাভাবিপ্রবি শাখা সন্তোষ, টাঙ্গাইল-১৯০২ এ দুই হাজার টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
*আবেদন ফরম এর সাথে ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং সকল পরীক্ষার পাসের সনদপত্র, মার্কসীট/ট্রান্সক্রিপ্ট ও সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
*শিক্ষকতা/গবেষণার অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে।
*চাকুরীরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
*এক কপি গবেষণা Synopsis জমা দিতে হবে।
*প্রার্থী ইতোপূর্বে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লেখিত প্রোগ্রামে ভর্তি হয়ে থাকলে, ভর্তির সময় উক্ত ভর্তি বাতিলের প্রমাণপত্র জমা দিতে হবে।
*পূর্ণকালীন পিএইচ.ডি./এম.ফিল, ফেলোদের মেধার ভিত্তিতে মাসিক ফেলোশীপ প্রদান করা হবে।
*প্রার্থীদের ১ নভেম্বর হতে ৩০ নভেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তি দেখুন-