বিপিএলে দল বাছাইয়ে কড়াকড়ি বিসিবির
- ২৮ অক্টোবর ২০২৫, ২০:৩৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে দল নেওয়ার জন্য দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ (২৮ অক্টোবর)। এ নিয়ে বিসিবি জানিয়েছে, এবারের বিপিএলে অংশ নিতে ১০ থেকে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এখন এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, প্রাতিষ্ঠানিক দক্ষতা, সুনাম এবং মালিকানার পটভূমি যাচাই করবে তারা। পরে ওই প্রতিবেদন অনুযায়ী দল পরিচালনায় সক্ষম ফ্র্যাঞ্চাইজিগুলোকেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
মঙ্গলবার সংবাদমাধ্যমকে বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, এবার কড়া পথে হাঁটছে বিসিবি। আর্থিকভাবে স্বচ্ছ এমন প্রতিষ্ঠানকে সবার আগে গুরুত্ব দেবেন তারা।
তিনি বলেন, ‘আমাদের আগে বাজে অভিজ্ঞতা ছিল। এবার আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আর্থিক বিষয়টা। গত বছর অনেক খেলোয়াড় টাকা পায়নি, বাসের ভাড়া পায়নি; এসব যাতে এবার না হয়, সেজন্য এটা আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা যাতে বিব্রতকর অবস্থায় না পড়ি, সেটার জন্য প্রোটেকশন নিতেই হবে। এজন্য আমরা ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি চেয়েছি। কারণ পেমেন্ট যদি না দেয়, আমরা ব্যাংক গ্যারান্টি থেকে ক্যাশ করে দিয়ে দেব।’
বিপিএলের গর্ভনিং কাউন্সিলের এই সদস্যসচিবের ভাষ্য, ‘আমরা পাঁচটায় কম্ফোর্টেবল। এটা যাচাই-বাছাইয়ের উপর নির্ভর করবে। জমা দিলেই তো দল পাওয়া যাবে না। ওই কোম্পানি, ম্যানেজমেন্টে যারা জড়িত তাদের নাম নেব, ক্লারিফিকেশন নেওয়া হবে, আর্থিক বিষয়, আকসুর স্বচ্ছতা মিললে বুঝতে পারবো কারা কোয়ালিফাই করছে। আমরা ছয়, সাতটা দল হতেই হবে, এভাবে পুশ করবো না। আমাদের এবারের বিপিএলের মোটো হচ্ছে- আর্থিক স্বচ্ছ্বতা। আর্থিক বিষয়টা আমরা খুব কড়াভাবে দেখবো।’
বিসিবির এই পরিচালক আরও জানালেন, দরপত্র জমা নেওয়ার বক্স খুলে কতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে, তা রাতেই জানাতে পারবেন তারা। দল নেওয়ার বিডের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এসব প্রক্রিয়া সম্পন্ন করা প্রতিষ্ঠানগুলোকে প্রাথমিকভাবে বিবেচনা করা হবে। অডিট প্রক্রিয়া শেষে আগামী ২ নভেম্বরের মধ্যে বিসিবি চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করতে পারবে।
এদিকে বিসিবি সূত্র জানিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়ানোর কথা বিপিএলের নতুন আসর। ফ্র্যাঞ্চাইজি যাচাই–বাছাই শেষ করে নভেম্বরের মধ্যেই দল চূড়ান্ত করতে চায় ক্রিকেট বোর্ড।