হাবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের বিজনেস প্রতিযোগিতা
- ২৮ অক্টোবর ২০২৫, ১৯:৪৩
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আয়োজন হতে যাচ্ছে বৃহৎ পরিসরে বিজনেস প্রতিযোগিতা ‘BizMaster 2025’। স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ এইচএসটিইউর আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট ও ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।
তিন সদস্যের একটি দল গঠন করে অংশগ্রহণ করা যাবে প্রতিযোগিতায়। ক্রস-ইউনিভার্সিটি টিম অনুমোদিত হলেও, দলে অন্তত দুইজন সদস্যকে একই বিশ্ববিদ্যালয়ের হতে হবে। টিম প্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৬৪৯ টাকা, যা ৮ নভেম্বর পর্যন্ত চলবে।
চ্যাম্পিয়ান দল পাবে ৫০ হাজার টাকা, প্রথম রানার্স-আপ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার্স-আপ ২০ হাজার টাকা পুরস্কার। এছাড়া অন্যান্য টিমের জন্যও থাকছে আকর্ষণীয় গিফট। সব মিলিয়ে মোট পুরস্কারের পরিমাণ এক লাখের বেশি। আগামী ২৮ নভেম্বর তারিখে হাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল।
এ বিষয়ে হাবিপ্রবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বিজনেস কেস কমপিটিশনের আয়োজন করেছি। তবে এবার প্রথমবারের মতো এটি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।’
রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে।