তিন দাবিতে ফের প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি আসছে
- ২৮ অক্টোবর ২০২৫, ১১:১১
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ ৩ দফা আদায়ে আবারও আন্দোলনে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করতে আজ মঙ্গলবার জেলা-উপজেলা শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় করা হবে।
প্রাথমিক শিক্ষকদের ৬টি পৃথক সংগঠনের মোর্চা ‘সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এই আন্দোলনের ডাক দিয়েছে। এতে দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন।
ঐক্য পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন বলেন, `প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের সম্ভাব্য সময় আগামী ৮ নভেম্বর। বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হবে। আজকের মধ্যেই কর্মসূচির তারিখ ঘোষণা করা হবে।’
এর আগে দিন দফা দাবিতে গত ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশ করেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯টা থেকে তাদের সমাবেশ শুরু হয়। সমাবেশে সারা দেশের প্রাথমিকের শিক্ষকরা অংশ নেন।
শিক্ষকদের দাবিগুলো হলো—প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেওয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।