পবিপ্রবির নবনির্মিত বাস-শেড উদ্বোধনের আগেই ফাটল
- ২৮ অক্টোবর ২০২৫, ১০:০৭
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে সদ্য নির্মিত বাস-শেড উদ্বোধনের আগেই একটি অংশে ফাটলের পাশাপাশি ভেঙে পড়েছে। মেঝের স্ল্যাব ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় নির্মাণের মান ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, টিনের ছাউনিযুক্ত এ বাস-শেড নির্মাণে প্রায় ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে উদ্বোধনের আগেই স্ল্যাব ভেঙে পড়ায় প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে ছড়িয়ে থাকা দুর্বল কংক্রিট, খোয়া ও মরিচা ধরা রডের টুকরো নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রমাণ হিসেবে দেখছেন অনেকে।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, নতুন স্থাপনার এমন পরিণতি উদ্বেগজনক। এটি ভবিষ্যতে অন্যান্য নির্মাণ প্রকল্পের মান নিয়েও সন্দেহের সৃষ্টি করছে।
এদিকের ফাটল ও ভেঙে পড়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্ল্যাব পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। এ বিষয়ে ঠিকাদার আব্দুল হালিম বলেন, ‘সাধারণত নির্মাণকাজ শেষ হওয়ার পর ২৭ দিন পর্যন্ত ব্যবহার না করার নির্দেশনা থাকে। কিন্তু ভারী পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে স্ল্যাবের এক পাশে ক্ষতি হয়েছে।’
আরও পড়ুন: সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় পিছিয়ে আছে কুবি
নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে বিষয়ে তিনি বলেন, ‘শুরুর দিকে কিছু পুরোনো ইট ব্যবহার করা হয়েছিল। তবে অভিযোগ পাওয়ার পর তা বন্ধ করা হয়েছে।’
এ বিষয়ে মনিটরিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. আহসানুর রেজা বলেন, ‘নিম্নমানের ইট ব্যবহারের কথা জানার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আমরা কাজ বন্ধ করে দিয়েছি।’ স্ল্যাব ভেঙে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘খুব দ্রুত আমরা এটি ঠিক করার ব্যবস্থা করব।’