দ্য ডেইলি ক্যাম্পাসের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া

দ্য ডেইলি ক্যাম্পাসের নামে ভুয়া ফটোকার্ড
দ্য ডেইলি ক্যাম্পাসের নামে ভুয়া ফটোকার্ড © সংগৃহীত

দ্য ডেইলি ক্যাম্পাস (টিডিসি)-এর দাবি করে ‌‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে অংশীজনের মতামত: স্কুলিং মডেলের পক্ষে ৫৭৮৬ মেইল স্বতন্ত্র বা অন্যান্য কাঠামোর পক্ষে ২৭৩ মেইল’ শীর্ষক ভুয়া একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর ফেসবুকের ডিসিইউ সার্কাজম (DCU Sarcasm) নামে একটি পেজ থেকে ভুয়া এ ফটোকার্ডটি ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। পরে রাজধানীর সাতটি সরকারি কলেজের অনেক শিক্ষার্থী মুঠোফোনে যোগাযোগ করেন দ্য ডেইলি ক্যাম্পাসের অফিসে। ফটোকার্ডটির বিষয়ে সত্যতা জানতে চান তারা।

এরপর ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া ও দ্য ডেইলি ক্যাম্পাসের নয় বলে ভেরিফাইড পেজে একটি বিবৃতি দেওয়া হয়। অন্যদিকে, মুঠোফোনে যোগাযোগ করা শিক্ষার্থীদের দাবি, ‘দ্য ডেইলি ক্যাম্পাসের পেজে ফটোকার্ডটি শেয়ার করার পর ডিলিট করে দেওয়া হয়েছে। যার স্ক্রিনশট তারা রেখেছেন।’ কেউ  কেউ মেইলও করেছেন ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশটটির সত্যতা জানতে। তবে দ্য ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে স্ক্রিনশটটি দেখতে চাইলে তারা সবাই একই স্ক্রিনশট শেয়ার করেন।

এসব স্ক্রিনশট পর্যালোচনা করে দেখা যায়, শেয়ারকৃত প্রত্যেকটি স্ক্রিনশট ‘একই সময়’ এবং ‘একই ফোন’ থেকে নেওয়া। স্বভাবতই অনুমেয়, একজনই সেটি তৈরি করেছেন এবং তার মাধ্যমেই স্যোশাল মিডিয়ায় ছড়িয়েছে। টিডিসির পর্যালোচনায় আরও উঠে এসেছে, ভুয়া ওই ফটোকার্ডটি সর্বপ্রথম ডিসিইউ সার্কাজম পেজ থেকে অধিকাংশ শিক্ষার্থী সংগ্রহ করেছেন এবং তার শেয়ার করছেন। প্রত্যেকেই যে স্ক্রিনশট শেয়ার করছেন তার (পেজে শেয়ারের) সময় ৩৬ মিনিট।

এর আগে Abc News 24 নামক একটি পেজ থেকে মতামতধর্মী এমন একটি ফটোকার্ড ও টেক্সট নিউজ শেয়ার করা হয়েছিল।

তাছাড়া ফটোকার্ডটির ডিজাইনের সঙ্গে দ্য ডেইলি ক্যাম্পাসের অরজিনাল ফ্রন্টের কোনো মিল নেই। শুধু তাই নয়, সাধারণত তিন লাইনে টেক্সটে এমন হেডলাইন তৈরি করে করে না টিডিসি। আবার মূল হেড ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে অংশীজনের মতামত’- এর পর কোলন দেওয়া হয়েছে; যা স্পষ্টতই বাংলা বাক্যরীতির সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়।

এছাড়াও ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে অংশীজনের মতামত: স্কুলিং মডেলের পক্ষে ৫৭৮৬ মেইল স্বতন্ত্র বা অন্যান্য কাঠামোর পক্ষে ২৭৩ মেইল’ শীর্ষক কোনো সংবাদ দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। গুগল সার্চ করেও ভুয়া ওই কার্ডটির বিষয়ে কেউ সত্যতা দেখাতে পারেনি।

খোঁজ নিয়ে দেখা গেছে, ছড়িয়ে পড়া ফটোকার্ডের টেক্সটের সঙ্গে সঙ্গতি রেখে কয়েক ঘণ্টা (প্রায় ৭ ঘণ্টা) আগে Abc News 24 নামক একটি পেজ থেকে মতামতধর্মী এমন একটি ফটোকার্ড ও টেক্সট নিউজ শেয়ার করা হয়েছিল। তবে সেটি কোনো গণমাধ্যমের পেজ নয় বলে নিশ্চিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। মূলত সেই টেক্সটের সঙ্গে মিল রেখেই ডেইলি ক্যাম্পাসের ২৭ অক্টোবরের অন্য একটি ফটোকার্ড কপি করে ভুয়া ওই কার্ডটি তৈরি করা হয়।