সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ভাতা বাড়ল, বাস্তবায়নের নির্দেশ
- ২৭ অক্টোবর ২০২৫, ২০:৩১
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আয়োজিত কোর্সে অংশগ্রহণকারীদের দৈনিক প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় আওতাধীন সব প্রতিষ্ঠান ও দপ্তরকে নির্দেশনা পাঠিয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট শাখা থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র অনুযায়ী প্রশিক্ষণ ভাতা পুনঃনির্ধারণ করা হয়েছে। ওই পরিপত্রের অনুলিপি সংযুক্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের ১৮ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়। তাতে বলা হয়, বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণকারীদের দৈনিক ভাতা বাড়ানো হয়েছে। নতুন হারে ৯ম গ্রেড ও এর নিচের কর্মচারীরা কেন্দ্রে অবস্থানকালীন ৮০০ টাকা এবং মাঠ কার্যক্রমে অংশ নিলে ১,০০০ টাকা পাবেন। অন্যদিকে, ১০ম গ্রেড ও এর নিচের কর্মচারীদের জন্য কেন্দ্রে অবস্থানকালীন ৬০০ টাকা এবং মাঠ কার্যক্রমে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।