চুয়েটের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি

চুয়েটের একাডেমিক কাউন্সিলের ১৬২তম (জরুরি) সভা
চুয়েটের একাডেমিক কাউন্সিলের ১৬২তম (জরুরি) সভা © জনসংযোগ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষ লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৭ জানুয়ারি (শনিবার) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত একাডেমিক কাউন্সিলের ১৬২তম (জরুরি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়েট একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। 

সভায় একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বহিঃসদস্যগণ অংশগ্রহণ করেন। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।