বুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে

বুয়েট
বুয়েট © টিডিসি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করে বুয়েট। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর থেকে। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। আর ফি গ্রহণের শেষ তারিখ ৪ ডিসেম্বর। 

বিজ্ঞপ্তির তথ্যমতে,  এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ভর্তি পরীক্ষায় দুই ক্যাটাগরি তথা প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং কৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৩০০ ও ১৫০০ টাকা।

Final Prospectus UG Admission 2025-26_page-0001

Final Prospectus UG Admission 2025-26_page-0002

Final Prospectus UG Admission 2025-26_page-0003

 

 Final Prospectus UG Admission 2025-26_page-0004

Final Prospectus UG Admission 2025-26_page-0005

Final Prospectus UG Admission 2025-26_page-0006

Final Prospectus UG Admission 2025-26_page-0007

Final Prospectus UG Admission 2025-26_page-0008

ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে পারেন বুয়েট ওয়েবসাইট থেকে।