বিশ্বকাপ সামনে রেখে তামিমদের কোচিং প্যানেলে পাকিস্তানি কোচ

আরশাদ খান
আরশাদ খান © সংগৃহীত

চলতি অক্টোবরেই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে রবিবার (২৬ অক্টোবর) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে আগের মতোই আজিজুল হাকিম তামিম নেতৃত্বে থাকছেন, আর তার ডেপুটির দায়িত্বে থাকবেন জাওয়াদ আবরার।

এদিকে এই সিরিজ দিয়েই টাইগার যুবাদের স্পিন বিভাগের দায়িত্ব নিচ্ছেন কোচ আরশাদ খান। চলতি বছরই তাকে হাই-পারফরম্যান্স ইউনিটের কোচ হিসেবে আনা হয়েছিল। পরবর্তীতে বিসিবির অধীনে সব স্তরের দলের সঙ্গে কাজ করার জন্য তার সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন হয়েছিল। এতে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ এই অভিজ্ঞ পাকিস্তানি কোচ।

সেক্ষেত্রে আগামী বছরে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন আরশাদ। বর্তমানে বগুড়ায় তামিমদের সঙ্গে অনুশীলনে রয়েছেন তিনি।

আরও পড়ুন: টানা পঞ্চম সিরিজ জয়ের সঙ্গে বিশ্বকাপেও চোখ বাংলাদেশের

বগুড়ায় আগামী ২৮ অক্টোবর শুরু হবে এই ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি ৩১ অক্টোবর গড়াবে। পরদিন রাজশাহী যাবে দল দুটি। সেখানেও একদিন অনুশীলন সারবে দল দুটি। সিরিজের বাকি তিনটি ম্যাচ ৩, ৬ এবং ৯ নভেম্বর রাজশাহী স্টেডিয়ামে গড়াবে। এরপর ১০ নভেম্বর ঢাকা ছেড়ে যাবে আফগানরা।

এর আগে, দুবার বাংলাদেশ সফর করেছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ২০১৭ সালে প্রথমবার, সবশেষ ২০২১ সালে এসেছিল তারা।

মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই যুবা ক্রিকেটারদের সব রকম প্রস্তুতির মধ্যে রাখছে বিসিবি। এ ছাড়া চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে যুব এশিয়া কাপও মাঠে গড়াচ্ছে। এরপর আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে যুব বিশ্বকাপের পর্দা উঠবে।

বাংলাদেশ স্কোয়াড: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), মো. সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, মো. রিজান হোসেন, মো. আল ফাহাদ, শাদিন ইসলাম, মো. আব্দুল্লাহ, মো. ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলীন, মো. রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মো. সবুজ, মো. রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম এবং ইকবাল হোসেন ইমন