শিক্ষকদের জন্য আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো গঠনের প্রস্তাব

কমিশনে সরকারি কলেজ শিক্ষকরা

পে কমিশন
পে কমিশন © টিডিসি ছবি

টেকসই শিক্ষার মানোন্নয়নে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য পৃথক আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠানো গঠনের প্রস্তাব করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি। পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এই প্রস্তাবনা জমা দিয়েছে সংগঠনটির নেতারা।

এছাড়া সরকারি চাকরিতে গ্রেড ভেঙে ১৫টি করা এবং সর্বনিম্ন বেতন ৩২ হাজার ৫০০ টাকা করারও প্রস্তাব দিয়েছে সংগঠনটি। পাশাপাশি বাড়িভাড়া বৃদ্ধি, দুইটি উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ, বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করারও প্রস্তাবনা দেয়া হয়েছে। 

লিখিত প্রস্তাবনায় সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ অথবা ৫ হাজার টাকা করতে হবে। পাশাপাশি পেনশন বিদ্যমান ৯০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করতে হবে।