জনবল নিয়োগ দেবে রুয়েট, পদ ৫৬, আবেদন নির্ধারিত ফরমে

বিভিন্ন পদে ৫৬ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে রুয়েটে
বিভিন্ন পদে ৫৬ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে রুয়েটে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে ৫৬ কর্মকর্তা নিয়োগে ১৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। অস্থায়ী ও শিক্ষা ছুটিজনিত (সম্পূর্ণ অস্থায়ী) ভিত্তিতে এসব পদে দেওয়া হবে নিয়োগ। আগ্রহী প্রার্থীদের আগামী ৯ নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রোফর্মা অনুযায়ী আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: অধ্যাপক (রাজস্ব);

বিভাগ ও পদসংখ্যা—

ক. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১টি;

খ. ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি: ১টি;

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা;

আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পদ ৪০, আবেদন সরাসরি-ডাকযোগে

২. পদের নাম: সহযোগী অধ্যাপক (রাজস্ব);

বিভাগ ও পদসংখ্যা—

ক. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১টি;

খ. বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ: ১টি;

গ. ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি: ১টি;

ঘ. সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১টি;

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা;

৩. পদের নাম: সহকারী অধ্যাপক (রাজস্ব);

বিভাগ ও পদসংখ্যা: পুরকৌশল বিভাগ: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা;

আরও পড়ুন: চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৫, আবেদন নির্ধারিত ফরমে

৪. পদের নাম: প্রভাষক (রাজস্ব);

বিভাগ ও পদসংখ্যা—

ক. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ: ২টি;

খ. পুরকৌশল বিভাগ: ৫টি;

গ. যন্ত্রকৌশল বিভাগ: ৩টি;

ঘ. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: ৩টি;

ঙ. ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ: ২টি;

চ. সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১টি;

ছ. আর্কিটেকচার বিভাগ: ২টি;

জ. বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ: ১টি;

ঝ. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ: ২টি;

ঞ. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১টি;

ট. পদার্থবিদ্যা বিভাগ: ১টি;

ঠ. রসায়ন বিভাগ: ১টি;

ড. গণিত বিভাগ: ২টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

আরও পড়ুন: মোংলা বন্দর কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৩, নেবে কর্মকর্তা-কর্মচারী

৫. পদের নাম: প্রভাষক (ছুটিজনিত);

বিভাগ ও পদসংখ্যা—

ক. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ: ১টি;

খ. যন্ত্রকৌশল বিভাগ: ১টি;

গ. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: ১টি;

ঘ. ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ: ৩টি;

ঙ. বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ: ১টি;

চ. মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ: ২টি;

ছ. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ: ২টি;

জ. আর্কিটেকচার বিভাগ: ১টি;

ঝ. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ: ২টি;

ঞ. আরবান অ্যান্ড রিজিওনাল গ্লানিং বিভাগ: ১টি;

ট. ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ: ২টি;

ঠ. গণিত বিভাগ: ২টি;

ড. মানবিক বিভাগ: ৩টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা;

৬. পদের নাম: কর্মকর্তা (রাজস্ব);

বিভাগ ও পদসংখ্যা: রেজিস্ট্রার: ১টি;

বেতন স্কেল: ৫৬ ৫০০-৭৪৪০০ টাকা;

আরও পড়ুন: বিমান বাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩০৮, আবেদন অনলাইনে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের আবেদনের নির্ধারিত ফরমেট ও CV (Proforma) অনুযায়ী এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৬০০ টাকা (SSL সার্ভিসের মাধ্যমে) প্রদান করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: রুয়েটের অফিশিয়াল ওয়েবসাইট