মেট্রোরেল পুরোদমে চলাচল শুরু
- ২৭ অক্টোবর ২০২৫, ১১:২১
সাময়িক বন্ধ থাকার পর বেলা ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু হচ্ছে। সোমবার (২৭ অক্টোবর) মেট্রোরেল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ১১টা থেকে নিরবচ্ছিন্নভাবে পুরো রুটে ট্রেন চলাচল শুরু হবে।
এতে আরও বলা হয়, যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে।
এদিকে গুরুত্বপূর্ণ তিনটি স্টেশন বন্ধ থাকায় আজ সকাল থেকেই যানজট দেখা দেয়। হঠাৎ জ্যামে অফিসগামী যাত্রীদের পড়তে হয় বিড়ম্বনায়।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর সোনারগাঁও মোড় থেকে বিজয় সরণি পর্যন্ত যানবাহন ধীরে চলছে। অন্যদিকে ফার্মগেট থেকে বাঁ দিকে মিরপুর ১০ এবং গাবতলী রোডেরও একই অবস্থা।
এর আগে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।