ঢাকায় মার্কিন দূতাবাস ঘিরে সোয়াটের টহল, নিরাপত্তা জোরদার

ঢাকায় মার্কিন দূতাবাস
ঢাকায় মার্কিন দূতাবাস © সংগৃহীত

রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষায়িত দল ‘স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিকস’ বা সোয়াট। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে সোয়াট সদস্যদের দূতাবাস সংলগ্ন এলাকায় টহল দিতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) তারেক মাহমুদ। তিনি বলেন, ‘নিয়মিত কার্যক্রম ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবেই মার্কিন দূতাবাস এলাকায় সোয়াট মোতায়েন করা হয়েছে।’

এর আগে ১৪ অক্টোবর জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর মার্কিন দূতাবাস ও তার আশপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। দূতাবাসের অনুরোধে ১৩ অক্টোবর দিবাগত রাত থেকেই বারিধারাস্থ এই কূটনৈতিক স্থাপনাটি ঘিরে সোয়াট মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন দূতাবাসকে কেন্দ্র করে সব সময়ই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকে। তবে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যার পর থেকে আবারও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তবে কোনো হামলার আশঙ্কা বা হুমকির বিষয়টি নাকচ করেছেন গুলশান বিভাগের ডিসি তারেক মাহমুদ। তিনি বলেন, ‘এ ধরনের কোনো হামলার হুমকি বা বিশেষ সতর্কতা সম্পর্কে আমরা অবগত নই। এটি সম্পূর্ণ নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ।’

উল্লেখ্য, সোয়াট ডিএমপির গোয়েন্দা শাখার অধীনে পরিচালিত একটি বিশেষ ইউনিট, যারা সন্ত্রাসবিরোধী অভিযানে দক্ষ এবং বড় ধরনের হামলা প্রতিরোধে বিশেষ প্রশিক্ষিত।