কবে, কোথায় পাওয়া যাবে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

বাংলাদেশ দল
বাংলাদেশ দল © সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের মূলপর্বের আশা থমকে গেছে বাংলাদেশের। বাছাইপর্বের প্রথম ৪ ম্যাচে জয় না পাওয়ায় বিদায় নিতে হয় হ্যাভিয়ের ক্যাবরেরার দলকে। তবুও ভারতের বিপক্ষে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ এখনও তুঙ্গে।

মূলত হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুল ইসলামদের মতো খেলোয়াড়দের আগমনে নতুন শক্তি পায় লাল-সবুজ শিবির। প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তিতে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন ফুটবলপ্রেমীরাও। ফলাফল, জাতীয় স্টেডিয়ামে প্রতি ম্যাচে দর্শকের উপচে পড়া ভিড় দলকে প্রাণবন্ত করছে। অবশ্য, জয় না পেলেও মাঠে লড়াকু মনোভাব দেখিয়েছেন হামজা, জামাল, রাকিবরা।

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে গত মার্চে এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। যেখানে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১-১ সমতায় শেষ হয়েছিল ম্যাচটি। পরে ঘরের মাঠে টানা দুই ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে পরাজয়ে মূলপর্বে খেলার স্বপ্ন থমকে যায় বাংলাদেশের। সর্বশেষ হংকংয়ের মাঠেও পয়েন্ট ভাগাভাগি করেছে লাল-সবুজেরা। 

তবে বিদায় নিশ্চিত হলেও আসন্ন ম্যাচে ভারতকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ দল। ঘরের মাঠে ভারতকে হারাতে মুখিয়ে স্বাগতিকরা। হংকংয়ের বিপক্ষে ড্রয়ের পর খেলোয়াড়রা জানিয়েছিলেন, নিজেদের সেরাটা দিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারা।

ভারতের বিপক্ষেও ম্যাচের ভেন্যু জাতীয় স্টেডিয়াম। জানা গেছে, আগামী ৯ নভেম্বর দুপুর ২টা থেকে অনলাইনে কুইকেটে বহুল প্রতীক্ষিত এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে।