অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ
- ২৬ অক্টোবর ২০২৫, ২২:২৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরম পূরণের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। ২০২১-২২ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০২০-২১, ২০১৯-২০, ২০১৮-১৯, ২০১৭-১৮ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন (ইমপ্রুভমেন্ট) পরীক্ষার্থীরা এবার ফরম পূরণে অংশ নিতে পারবেন।
২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে প্রণীত সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী আগে প্রমোটেড বা উত্তীর্ণ হয়ে তৃতীয় বর্ষে প্রমোশন পাওয়া কিন্তু ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে পরীক্ষায় অংশ না নেওয়া শিক্ষার্থীরাও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন।
ফরম পূরণ ও ফি জমা দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সোনালী সেবা (Sonali Seba) প্ল্যাটফর্মে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইন নিশ্চয়ন সম্পন্ন করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা-সংক্রান্ত সব তথ্য ও পরবর্তী নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হবে।