মিরসরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের

করেরহাট-রামগড় সড়কের ফরেস্ট অফিসের সামনে
করেরহাট-রামগড় সড়কের ফরেস্ট অফিসের সামনে © টিডিসি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) বেলা তিনটার দিকে করেরহাট-রামগড় সড়কের ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফটিকছড়ির মোহাম্মদপুর এলাকার জাকির হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (৪০) এবং তাদের ছেলে মো. হোসাইন (১২)। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, করেরহাট থেকে রামগড়গামী একটি সিএনজি অটোরিকশা ফরেস্ট অফিসের মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান।

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।