মেডিকেল ভর্তি: কমল পদার্থ বিজ্ঞানের নম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষা
মেডিকেল ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর কমানোর সিদ্ধান্ত হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সভাপতিত্ব করেন। বিকেল ৪টায় শুরু হওয়া এ সভা রাত সাড়ে ৭টায় শেষ হয়।

জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ মেডিকেল ভর্তি পরীক্ষায় নম্বর বন্টনে পদার্থ বিজ্ঞানে ৫ নম্বর কমানো হয়েছে। এই নম্বর সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলীতে যুক্ত হবে। সে হিসেবে পদার্থে ১৫ এবং সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলীতে ১৫ নম্বর করা হয়েছে। এছাড়া আগের নিয়ম অনুযায়ী বায়োলজিতে ৩০, কেমেস্ট্রিতে ২৫ ও ইংরেজিতে ১৫ নম্বর রয়েছে।

এ ছাড়াও ভর্তি আবেদনে জিপিএ নম্বর কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি আবেদনে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে একজন শিক্ষার্থীকে জিপিএ-৮.৫ পেতে হবে।

সভায় উপস্থিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ভর্তি আবেদনের ক্ষেত্রে জিপিএ-৮.৫ লাগবে। তবে এসএসসি এবং এইচএসসিতে পৃথকভাবে একজন শিক্ষার্থীকে জিপিএ-৪ করে পেতে হবে। এ ছাড়া জীববিজ্ঞানে জিপিএ-৩.৫ পেতে হবে।

‘এবার যারা জিপিএ-৪ পেয়েছে, তারা বিগত সময়ের জিপিএ-৪.৫ এর চেয়ে ভালো বলেই বিবেচিত হচ্ছেন। আর যারা জিপিএ-৪.৫ পেয়েছেন, তারা বিগত সময়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের তুলনায় ভালো।’

জানা গেছে, দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৮০০ এর বেশি আসন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার কোনো কোনো মেডিকেলের আসন সংখ্যা বাড়ানো হয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মানহীন এবং সক্ষমতা নেই এমন বেশ কয়েকটি মেডিকেল কলেজের আসন কমানো হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি মেডিকেলে ৪০৮টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৪০৮টি আসন কমানো হয়েছে। অর্থাৎ সরকারি-বেসরকারি মিলিয়ে ৮১৬টি আসন কমেছে। এই সংখ্যা আরও কমতে কিংবা বাড়তে পারে।