‘সরকারি গাড়ি ভাঙলে সমস্যা কী’ বলেই দাঁড়িয়ে থাকা বাস ভাঙচুর শুরু শিক্ষার্থীদের

ঢাকা কলেজের বাস ভাঙচুর
ঢাকা কলেজের বাস ভাঙচুর © টিডিসি ফটো

ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা কলেজের সাভার রুটের ‘বিজয়-২৪’ বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে সায়েন্সল্যাবের ওভারব্রিজের কাছে বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, ধানমন্ডি আইডিয়াল কলেজের ৩০-৪০ জন শিক্ষার্থীর দ্বারা সায়েন্সল্যাবে মিরপুর-নিউমার্কেট সড়কে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এর ফলে বিজয়-২৪ বাসের সবগুলো জানালার কাচ ভেঙে ফেলে ওই শিক্ষার্থীরা। এছাড়াও কলেজের বাসের চালক ও হেলপারকে হেনস্থা করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

বাস ভাঙতে নিষেধ করলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলেন, ‘সরকারি গাড়ি ভাঙলে তোদের সমস্যা কী? তোরা গাড়িচালক, তোদের সমস্যা থাকার কথা না’— বলেন বাসের হেলপার আতাউর হোসেন আতিক।

তিনি বলেন, মিরপুর থেকে আমরা ঢাকা কলেজের দিকে আসার সময় ল্যাবএইডের সামনে দেখলাম আইডিয়াল কলেজের পোলাপান গ্রিন রোড দিয়ে আমাদের দিকে দৌড়ে আসছে। তারপর ওদের নাকি তখন পুলিশ ধাওয়া দিয়েছে, এজন্য দৌড়াচ্ছিল। পরে বাস সিটি কলেজের বিপরীতে আসলে ট্রাফিক সিগন্যালে পড়ে বাস। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা করতে পারে এই আশঙ্কায় আমরা ট্রাফিক পুলিশকে বলি সিগন্যালটা ছেড়ে দিতে। আমরা ঢাকা কলেজের বাস নিয়ে চলে যাই। সার্জেন্ট আমাদের কথা না শুনে সিগন্যালে আটকে রাখলে আইডিয়াল কলেজের পোলাপান পিছন থেকে ধাওয়া দিয়ে ঢাকা কলেজের বাস ভাঙচুর করে। তারা ইট, লাঠি দিয়ে বাস ভাঙচুর করেছে।

এ বিষয়ে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভিন সুলতানা হায়দার বলেন, আমাদের শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফেরার পথে বিজয়-২৪ নামের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়। পরে আমাদের এক শিক্ষক বাসটি ক্যাম্পাসে নিয়ে আসেন। কী কারণে তারা বাস ভেঙেছে তা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে সকাল থেকেই আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার উদ্দেশ্যে বিচ্ছিন্নভাবে অবস্থান নিচ্ছিল। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউমার্কেট থানা পুলিশের অফিসার ইনচার্জ এ.কে.এম মাহফুজুল হক বলেন, ঢাকা কলেজ কর্তৃপক্ষ মামলার আবেদন করলে আমরা গ্রহণ করব। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।