আরও একটি বড় 'শান্তিচুক্তি' স্বাক্ষরে থাকছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সংঘাতের অবসান ঘটাতে গৃহীত শান্তিচুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজ রবিবার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এই চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

গত ২৮ জুলাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়। সেই চুক্তির ধারাবাহিকতায় আজকের শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

প্রথমদিকে থাইল্যান্ড বাহ্যিক মধ্যস্থতার প্রস্তাবে রাজি হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে দেন, 'সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র তাদের বাণিজ্য আলোচনা স্থগিত করবে। এরপরই থাইল্যান্ড আলোচনায় অংশ নিতে সম্মত হয়।'

এর আগে একদিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শীর্ষ সম্মেলনে আসিয়ানে অংশ নিবেন তিনি।  

সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্প আসিয়ান সম্মেলনের আয়োজক দেশ মালয়েশিয়ার সঙ্গেও একটি নতুন বাণিজ্য চুক্তি করবেন বলে জানানো হয়েছে।