অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পৌরসভার তিন ট্রাকে অগ্নিসংযোগ
- ২৫ অক্টোবর ২০২৫, ২০:৪৪
ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সদর পৌরসভার তিনটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল থেকে নতুন বাজার এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল পৌরসভা। অভিযান চলাকালে ভাঙা মালামাল ট্রাকে তোলার সময় হঠাৎ একদল দুর্বৃত্ত পৌরসভার তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত সরে পড়ে।
এ সময় স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ৯৯৯-এ ফোন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা ঘটনাটির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। দুর্বৃত্তরা পৌরসভার তিনটি গাড়িতে আগুন দিয়েছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে উচ্ছেদ অভিযানের বিষয়ে পৌরসভা আগে থেকে আমাদের অবহিত করেনি। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভোলা সদর পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ‘নতুন বাজারে মডেল মসজিদের পাশে পৌরসভার নিজস্ব জায়গায় দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী অবৈধভাবে দোকান পরিচালনা করছিলেন। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় আগেই মাইকিং ও নোটিশের মাধ্যমে তাদের সরে যেতে বলা হয়েছিল। নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজ অভিযান পরিচালনার সময় কে বা কারা পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’