আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী এম. সাইফুল ইসলাম

চৌধুরী এম. সাইফুল ইসলাম
চৌধুরী এম. সাইফুল ইসলাম © সংগৃহীত

আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটিতে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগ দিয়েছেন চৌধুরী এম. সাইফুল ইসলাম। তিনি পরীক্ষার ফলাফল ও সার্টিফিকেট ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি সংযোজন, আন্তর্জাতিক মানের ট্রান্সক্রিপ্ট ও ডকুমেন্ট আর্কাইভ প্রতিষ্ঠা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে ক্রেডিট ট্রান্সফার সুবিধা চালুর উদ্যোগ নিয়ে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়েছেন।

তার যোগদানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হাশেম তাকে অভিনন্দন জানিয়েছেন।

চৌধুরী এম. সাইফুল ইসলাম গত ১৯ আগস্ট শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পদ থেকে অবসর গ্রহণ করেন। ২০১৩ সালের ৫ জুন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিয়ে  শেকৃবিতে যোগদানের পর থেকে তিনি প্রতিটি শিক্ষার্থীর পরীক্ষা ও ফলাফল আধুনিকায়নের লক্ষ্যে সব চূড়ান্ত পরীক্ষার ফলাফল সুষ্ঠুভাবে শিক্ষাবর্ষের ক্রমানুসারে সিন্ডিকেটের মাধ্যমে অনুমোদন নিয়ে যথানিয়মে প্রকাশিত করেন ও সংরক্ষণ করেন। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক সহায়তা, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের সহকর্মীদের সহায়তা ও নিজ উদ্যোগে বহির্বিশ্বে ব্যবহৃত সার্টিফিকেটের ফরম্যাট অনুসরণ করে আধুনিক ও সুরক্ষিত সার্টিফিকেট প্রদান শুরু করেন। শিক্ষার্থীদের প্রয়োজনের ভিত্তিতে গ্রেড কনভার্সন সার্টিফিকেট এবং পজিশনাল সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়াও তার সময়েই আধুনিক রূপ পায়।