শেরপুরে জামায়াতের নির্বাচনী জনসংযোগে হামলার অভিযোগ, পাল্টা অভিযোগ বিএনপিরও

জামায়াত
জামায়াত © টিডিসি ফটো

শেরপুরে জামায়াতের নির্বাচনী জনসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা জামায়াতের এমপি মনোনীত প্রার্থী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার চরপক্ষিমারি ইউনিয়নের ডাকপাড়া এলাকায়।

জামায়াতের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম অভিযোগ করে জানান, 'জনসংযোগ চলাকালে বিএনপির কিছু কর্মী মিছিলের গাড়ি বহর আটকে দেয় এবং সেখানে জামায়াতের প্রচারণা চালাতে বাঁধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলে একপর্যায়ে বিএনপি কর্মীরা হামলা চালায়। এতে জেলা শিবিরের সাবেক সভাপতি সহ অন্তত পনেরো জন আহত হন বলে দাবি করেন তিনি। পরে রাতে তিনি থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।'

এদিকে রাতে ঘটনাস্থলের কাছেই থানার মোড়ে জামায়াতবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেছে জেলা ছাত্রদল। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক হজরত আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বরং জামায়াতের নেতাকর্মীরাই বিএনপির কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে।‘

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।