সিএনজির ধাক্কায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত

সিএনজির ধাক্কায় আহত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাশ্বত গোলদার
সিএনজির ধাক্কায় আহত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাশ্বত গোলদার © টিডিসি

সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাশ্বত গোলদার। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২নং গেটের ট্রামপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাশ্বত গোলদার ও মুহিত রিকশায় করে বাজারে যাচ্ছিলেন। পথে দ্রুতগতির একটি সিএনজি রিকশাটিকে সজোরে ধাক্কা দিলে তারা দুজনই ছিটকে পড়ে যান। এ সময় সিএনজি চালক পালিয়ে যাওয়ার সময় গোলদারের হাতের ওপর দিয়ে গাড়িটি চালিয়ে দেয়। এতে রিকশাচালকও গুরুতর আহত হন।

ঘটনার পর আহত শিক্ষার্থীকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২নং গেটে সড়ক অবরোধ করেন এবং ৯টি সিএনজি আটক করেন।

আরও পড়ুন: ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

 এ বিষয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ জানান, পরীক্ষা সংক্রান্ত কাজে গোলদার এবং মুহিত রিকশায় বাজারে যাচ্ছিলেন। এমন সময় ট্রামপুল পার হবার সময় একটি সিএনজি এসে রিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে দুজন রাস্তায় ছিটকে পড়ে। এসময় সিএনজি চালক পালিয়ে যাওয়ার সময় গোলদারের হাতের ওপর দিয়ে চালিয়ে দেয়।

নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে দুর্ঘটনার খবরটি জানতে পেরেছি। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ করছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলিম মিয়া বলেন, ইতোমধ্যে ত্রিশাল উপজেলা প্রশাসন এবং সিএনজি মালিক সমিতির সাথে আমরা কথা বলেছি। শিক্ষক-শিক্ষার্থীদের সাথে বসে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।