অটোরিকশা রাখা নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত
- ২৩ অক্টোবর ২০২৫, ২১:১৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে ঘিরে ছুরিকাঘাতে প্রাণ গেল এক যুবকের। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।
নিহত যুবকের নাম জীবন মিয়া (২৫)। তিনি আখাউড়া উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর সড়ক বাজারে ভিআইপি মিষ্টির দোকানের সামনে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও এক অটোরিকশাচালকের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অটোরিকশাচালক ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে দোকান কর্মচারী জীবন মিয়াকে আঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উপস্থিত লোকজন ঘাতক অটোরিকশাচালককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। আটক অটোরিকশাচালকের নাম সাফায়েত, তিনি পৌর এলাকার দেবগ্রামের বাসিন্দা।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল জিলানী বলেন, সন্ধ্যায় ছুরিকাঘাতে আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়, তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে দোকান কর্মচারীর মৃত্যু হয়। ঘাতককে আটক করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।