আজ ৫টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে নতুন কর্মসূচির হুশিয়ারি ইবতেদায়ী শিক্ষকদের

ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলন
ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলন © সংগৃহীত

সরকারের ঘোষিত জাতীয়করণ দ্রুত বাস্তবায়নের দাবিতে টানা ১১তম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করেছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে তারা হুশিয়ারি দেন—আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৬ অক্টোবর (রবিবার) মাদরাসা শিক্ষা অধিদপ্তর অভিমুখে মিছিলসহ পদযাত্রা করা হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন জিহাদি, উপদেষ্টা, মোঃ সামছুল আলম, মহাসচিব, ঐক্যজোট, মোঃ তাজুল ইসলাম ফরাজী, মহাসচিব, শিক্ষক সমিতি, মাওলানা আব্দুর রউফ, সাবেক মহাসচিব, শিক্ষক সমিতি, শেখ নজরুল ইসলাম মাহাবুব, হাফেজ আহম্মেদ আলী, আঃ রহমান শাহজাহান, নজরুল ইসলাম হিরন, আনিছুর রহমান, আলতাফ হোসেন, রেজাউল হক, মাষ্টার শওকত আলী, মোঃ জাকির হোসেন, সভাপতি, সাধারণ শিক্ষক পরিষদ, মাওঃ খোরশেদ আলম, মাওলানা নুরুল আমীন, মাওঃ শামসুল হক আনছারী, মুহাম্মদ সাদেকুর রহমান, হাফেজ আব্দুল হান্নান, হাফেজ মাহমুদুল হাসান, মাঞ্জ জহুরুল আলম, সাইফুল ইসলাম, মাওঃ নাজমুল হুদা, মনিরুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, ডা: সাইফুল ইসলাম, তারেক আজিজ, এমদাদুল হক, মোঃ মজিবুর রহমান, নূরে আলম, মাওঃ মোস্তাফিজুর রহমান, মোঃ ফোরকান, মাওঃ রুহুল আমিন, মাওঃ জাকির হোসেন, রুকনুজ্জামান হিরন, মাওঃ ইউসুফ শরীফ, মোঃ এমদাদ, মোঃ মজিবুর রহমান মুজিব, হাজী আনোয়ার, মোঃ সরোয়ার হোসেন, কাজী বেলাল, ফয়সাল, মাওঃ আব্দুল কুদ্দুস, হাফেজ সোলায়মান, আব্দুল মালেক, মোঃ সালাহউদ্দিন, মেজবাহ উদ্দিন, এমদাদুল হক, আব্দুল হান্নান, মোঃ মুনসুর, সরদার কামাল, আব্দুস সালাম, ছরোয়ার, মিজান, নাজিম, হাঃ নোমান, নেছার জিহাদী, সোয়েবুর রহমান, মোসাঃ রুবিনা আক্তার, ফাতিমা ফারহানা, কুলসুম বেগম, হাফসা আক্তার, মিনারা আক্তার, মুসলিমা আক্তার, লাইজু আক্তার, স্বপ্না আক্তার, ইসরাত জাহান, নাছরিন আক্তার, মুক্তা, কুলসুম আক্তার, নাইমা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘১০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমপিওভুক্ত পর্যায়ে আছে। যাহা মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষর হওয়ার পর এমপিওভুক্ত হবে। কিন্তু গত ৩ (তিন) মাস যাবত তাহা স্বাক্ষর না হওয়ায় শিক্ষরা হতাশ। বাকী অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওভুক্তির জন্য অতিদ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আহ্বান জানান। এসময় তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।‘

দাবী সমূহঃ

১। অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ২৮ জানুয়ারী ২০২৫ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন।

২। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইল সমূহ দ্রুত অনুমোদন করে প্রজাপন আকারে প্রকাশ।

৩।স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ।

8। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করণ।

৫।প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ।

বক্তারা আরও বলেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা ঘোষণা দেন—বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৬ অক্টোবর (রবিবার) মাদরাসা শিক্ষা অধিদপ্তর অভিমুখে মিছিলসহ পদযাত্রা অনুষ্ঠিত হবে।