হবিগঞ্জে  নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ হাওর থেকে উদ্ধার

মো. মঈনুল হাসান
মো. মঈনুল হাসান © সংগৃহীত

‎‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক দিন নিখোঁজ থাকার পর মো. মঈনুল হাসান (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দোয়াখানী মহল্লার মরতাজের হাওরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিহত মঈনুল হাসান দোয়াখানী মহল্লার আতিকুর মিয়ার ছেলে। সে স্থানীয় দারুস সালাম মাদ্রাসার হিফজ বিভাগে পড়ত।

‎পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে মঈনুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দুপুরে খাবারের সময় বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় মাদ্রাসা কর্তৃপক্ষ ও আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

‎পরদিন সকালে পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এর কিছু সময় পর স্থানীয়রা হাওরের একটি ডোবায় মঈনুলের মরদেহ দেখতে পান। শুরুতে লাশটি মেয়ে শিশুর বলে মনে করা হলেও পরে পরিবারের সদস্যরা এসে তা শনাক্ত করেন।

‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাদ্রাসাছাত্র মঈনুল হাসানের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

‎পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি।