মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে বিএনপি
- ২২ অক্টোবর ২০২৫, ১৫:৫১
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ করে টাকা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নিজ বাসভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে নিহতদের পরিবারকে এই আর্থিক সহায়তা তুলে দেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, ওই বেদনাদায়ক ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছিল বিএনপি। সেই প্রতিশ্রুতি অনুযয়িী আগামীকাল মিরপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এসময় উপস্থিত থাকবেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
রেজাউল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় ডি/২০৩, ইস্টার্ন হাউজিং, পল্লবী দ্বিতীয় পর্ব (জাতীয় ফুটবলা দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের নিজ বাসভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্ষতিগ্রস্থদের এই অনুদান তুলে দেওয়া হবে।